ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা


ছদ্মবেশে শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা

মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি 'মান্নাত' দেখতে প্রতিদিন অসংখ্য ভক্ত ভিড় করেন। তবে সম্প্রতি এক যুবক ভিন্ন কৌশলে সরাসরি বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা প্রকাশ করছেন মান্নাতের বাইরে দাঁড়িয়ে। তিনি বুঝতে পারেন, সাধারণ ভক্ত হিসেবে বাড়ির ভেতর প্রবেশ সম্ভব নয়, তাই পরিকল্পনা করেন অভিনব এক উপায়ে প্রবেশের।

শুভম নিজেই জোম্যাটো অ্যাপে দুটি কোল্ড কফি অর্ডার করেন—একটি নিজের জন্য, আরেকটি শাহরুখ খানের নামে। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন ‘মান্নাত’-এর ঠিকানা। পাঁচ মিনিটের মধ্যে আসল ডেলিভারি বয় পৌঁছে গেলে শুভম তাকে বোঝান এবং তার কাছ থেকে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর ব্যাগটি কাঁধে ঝুলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি মান্নাতের প্রধান ফটকের দিকে এগিয়ে যান, যেন তিনি আসলেই কফি ডেলিভারি দিতে এসেছেন।

তবে বাড়িটির কড়া নিরাপত্তা তাকে থামিয়ে দেয়। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম সেখানে গিয়েও প্রবেশ করতে ব্যর্থ হন, কারণ ওই প্রহরী তাকে অনুরোধ করেন যিনি অর্ডার করেছেন, তাকে ফোন দিতে। শুভম ফোন করলেও কোনো উত্তর পান না।

অভিজ্ঞ প্রহরী ঘটনাটি দ্রুত বুঝে ফেলেন এবং মজার ছলে বলেন, “শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন।” তিনি বুঝতে পারেন, এটি শুধুই একজন ভক্তের কৌতুকপূর্ণ প্রচেষ্টা।

এই ব্যতিক্রমী ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×