দাম্পত্যজীবনের খুনসুটি ও গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান


দাম্পত্যজীবনের খুনসুটি ও গুঞ্জনের জবাব দিলেন জাহিদ হাসান

জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে সচরাচর একসঙ্গে কোথাও দেখা যায় না। এমনকি শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তারা একসঙ্গে হাজির হন না। এ কারণে অনেকেই ধরে নেন, তাদের দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। পাশাপাশি তুলে ধরেছেন নিজের অতীত সম্পর্কের কথাও।

মৌয়ের আগে এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ হাসান। তারা একসঙ্গে বহু জনপ্রিয় নাটকে অভিনয়ও করেছেন। সেই সম্পর্ক ভেঙে গেলেও অভিনেত্রীর লেখা চিঠি আজও যত্ন করে রেখে দিয়েছেন তিনি।

জাহিদ বলেন, “আমার সাবেক প্রেমিকার কথাও জানে মৌ। এ নিয়ে মৌ অনেক সময় মজা করে। আমার পরিবারের সবাইও বিষয়টি জানে এবং স্বাভাবিকভাবে নেয়। একদিন হঠাৎ মৌ বলল এগুলো ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। তখন তার হাতে অনেকগুলো চিঠি ছিল।”

অভিনেতার ভাষ্য, সম্পর্ক শেষ হওয়ার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি তারা। কোনো অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা হয় না। সাবেক প্রেমিকাকে নিয়ে মন্তব্য করতেও এখন তিনি অনিচ্ছুক। জাহিদ বলেন, “তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে এটাই বড় কথা।

মৌয়ের সঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ আসলে ঠিকই বলে, একসঙ্গে কোথাও যাওয়া হয় না। আমার শুটিং থাকে রাত অবধি। এত বছর শুটিংয়ের কারণেই একসঙ্গে যাওয়া হয়নি।

বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আরআরকে’ পডকাস্টে জাহিদ হাসান আরও জানান, দাম্পত্যজীবনে তারা ভালো আছেন। তার ভাষায়, কিছু মানুষ সব সময় কিছু একটা বের করার চেষ্টা করে। তাই এসব বলে বেড়ায়। মৌ আমার সব বিষয়ে খেয়াল রাখে, আমাকে রান্না করে খাওয়ায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×