লন্ডনে জয়শংকরের ওপর হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা


লন্ডনে জয়শংকরের ওপর হামলা, ছেঁড়া হল ভারতের পতাকা

যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ‘হামলার মুখে’ পড়েছেন। বুধবার (৫ মার্চ) লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গাড়ি থেকে নামার সময় তার ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ সময় তাকে হেনস্থা করা হয় এবং ভারতের জাতীয় পতাকা ছেঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। সংবাদ হিন্দুস্তান টাইমসের।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে দেখা গেছে এক ব্যক্তি পুলিশের সামনেই ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলছে।

ভিডিওতে দেখা যায়, জয়শংকরের গাড়ির দিকে এক ব্যক্তি ছুটে আসে এবং ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত থাকা লন্ডন পুলিশ হামলাকারীকে সরাতে কোনো ব্যবস্থা নেয়নি।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন খলিস্তান সমর্থক হলুদ পতাকা হাতে বিক্ষোভ করছে।

বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে খলিস্তানিদের তৎপরতা বেড়ে চলেছে। ভারত সরকার এই দেশগুলোকে খলিস্তানিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন।

এর আগেও লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা চালানো হয়েছিল। ২০২৩ সালের ১৯ ও ২২ মার্চ পাঞ্জাবে খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেফতারের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে হামলা চালায় খলিস্তানি সমর্থকরা। সেই ঘটনায় প্রায় দুই হাজারেরও বেশি খলিস্তান সমর্থক হাইকমিশন ভবনে ভাঙচুর করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×