হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ায় এডমিনকে গুলি করে খুন


হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ায় এডমিনকে গুলি করে খুন

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার অভিযোগে এডমিনকে গুলি করে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের পেশোয়ারে এ ঘটনা ঘটে। খবর জিও নিউজের। 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে মুশতাক আহমেদ নামে ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই অঞ্চলটি আফগান সীমান্তে অবস্থিত। এখানে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতিহাস রয়েছে। 

এ ঘটনায় আসফাক নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে মুফতাকের ভাই এএফপিকে জানায়, তর্কের জের ধরে তার ভাই আসফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেয়। 

তিনি বলেন, ‘এ ঘটনার জেরে এক পর্যায়ে দুই পক্ষ মিলে যাওয়ার জন্য একত্রিত হয়েছিল। কিন্তু ওই দিন আসফাক ওপেন ফায়ার করে তার ভাইকে মেরে ফেলে।’

কেন তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ হয়ে হয়েছে এ নিয়ে সে খুবই ক্ষুব্ধ ছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×