পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৬


পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১৬

পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি এলাকায় সংঘর্ষে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছেন। সংবাদ ডনের।

রোববার (২৩ মার্চ) পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সংঘর্ষে ওই জঙ্গিরা নিহত হয়েছেন বলে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তে গুলি বিনিময় হয়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই জঙ্গিদের হত্যা করেছে। আমাদের সেনারা কার্যকরভাবে জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেছে।’

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, ‘উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালায় সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×