আজ গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৫১ জনের


আজ গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৫১ জনের
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে গাজা শহর ও উপত্যকার উত্তরে অনবরত বিমান হামলা চালালে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করায় কিছু মানবিক ত্রাণ গাজায় প্রবেশ করেছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এখনও গাজার উত্তরাঞ্চলে কোনো খাদ্য সহায়তা পৌঁছায়নি। সেখানে হাজার হাজার বেসামরিক মানুষ আটকে আছে, যাদের খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় ত্রাণ সরবরাহকারীরা অনেক সময়েই সাহায্য পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘ জানিয়েছে, তারা প্রতিদিন অন্তত ৫০০টি খাদ্যবোঝাই ট্রাক গাজায় প্রবেশ করানোর আহ্বান জানিয়ে আসছে। কিন্তু অবরোধ ও ইসরায়েলি সামরিক নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না। এছাড়া লুটপাট ও বিমান হামলার আশঙ্কায় অনেক সাহায্য স্থবির হয়ে আছে।

ইসরায়েলি অবরোধের ফলে গাজার জনগণ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। খাদ্য, ওষুধ ও পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের হিসাবে, গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে অনাহারের মুখোমুখি, এবং পুরো অঞ্চলটি মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। পোপ লিও চতুর্দশ গাজার মানবিক পরিস্থিতিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গাজায় অবিলম্বে পর্যাপ্ত মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করা জরুরি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি মার্চ মাসের ১৮ তারিখ থেকে ইসরায়েল হামলা আরও জোরদার করার পর নতুন করে অন্তত ৩,৫০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো যুদ্ধ শুরু হওয়ার পর, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৫৩,৬৫৫ জনেরও বেশি। তথ্যসূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×