ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে সৌদি যুবরাজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন


ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে সৌদি যুবরাজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোন
যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। 

আজ শনিবার ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন। এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা করেছেন এই দুই নেতা। খবর আল জাজিরার

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, উভয় নেতা ‘গভীর উদ্বেগজনক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করেছেন এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর একমত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য আগামী দিনে কূটনৈতিক সমাধানে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে।

এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অঞ্চলজুড়ে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×