তেহরানে ইন্টারনেট বন্ধ করল সরকার, স্টারলিংক সেবা চালু ইলন মাস্কের


তেহরানে ইন্টারনেট বন্ধ করল সরকার, স্টারলিংক সেবা চালু ইলন মাস্কের

ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান সরকার যখন দেশটির নাগরিকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, তখন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ইরানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন বলে ঘোষণা দিয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল ও ওয়াশিংটন টাইমস

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে মাস্ক লেখেন, “The beams are on,” অর্থাৎ “সংযোগ চালু হয়েছে।”

 
 

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হওয়ার পর তেহরান সরকারের পক্ষ থেকে দেশের ইন্টারনেট ব্যবস্থায় ‘অস্থায়ী বিধিনিষেধ’ আরোপ করা হয়।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্যের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন মাস্ক।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×