জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু


জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় রিয়াসি ও রামবান জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রিয়াসির মাহোর এলাকার বাদার গ্রামে একই পরিবারের সাতজন রয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, রাতের বৃষ্টিতে নাজির আহমেদের বাড়ি ধসে পড়লে কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী এবং পাঁচ সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

অপরদিকে রামবান জেলার রাজগড় গ্রামে হঠাৎ বন্যা ও ভূমিধসের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক ব্যক্তির খোঁজ এখনও চলছে।

গত কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে টানা বৃষ্টি ও বন্যার কারণে ১৬০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই তীর্থযাত্রী। এতে বহু ঘরবাড়ি, অবকাঠামো এবং সড়কপথের ব্যাপক ক্ষতি হয়েছে।

টানা বৃষ্টির কারণে শ্রীনগর-জম্মু মহাসড়ক এবং জম্মুর কাটরার সঙ্গে ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে সব স্কুলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সতর্ক করে জানিয়েছেন, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তাহলে ২০১৪ সালের মতো ভয়াবহ পরিস্থিতি পুনরায় সৃষ্টি হতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×