ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:১৯ পিএম, ৩০ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, যার ফলে জাতিসংঘের সাধারণ পরিষদে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। এর আগে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) এক ঘোষণায় জানায়, তারা ফিলিস্তিন অথরিটি (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করবে। তবে জাতিসংঘের সদরদপ্তরের চুক্তি অনুযায়ী, ফিলিস্তিন মিশনের জন্য বিশেষ ছাড় থাকবে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তার প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারেন না।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে, যেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্টসহ অন্যান্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, “ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হবে।”
তিনি আরও বলেন, “শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচিত হতে হলে, তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক (ফিলিস্তিন) রাষ্ট্রের একতরফা স্বীকৃতি খোঁজা বন্ধ করতে হবে, যা ফলপ্রসূ নয়।”
সূত্র: সিএনএন, নিউইয়র্ক পোস্ট