পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহত


পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় সন্ত্রাসী হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে, জানিয়েছে জিওটিভি নিউজ।

কোহাট আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) আব্বাস মাজিদ মারওয়াত জানান, সন্ত্রাসীরা কোহাটের লাচি এলাকায় পুলিশের উপর কাপুরুষোচিত আক্রমণ চালায়। এই হামলায় ইন্সপেক্টর আশফাক নিহত হন। আহত দুই পুলিশ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন, পাল্টা গুলিবর্ষণে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। তাদের সহযোগীদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

এদিকে, প্রদেশের পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে। এই মাসের শুরুর দিকে কেপির বান্নু জেলার একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলায় একজন পুলিশ সদস্য এবং তিন জঙ্গি নিহত হয়েছিলেন।

পুলিশের মতে, সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে ফতেহ খেল চেকপোস্টে আক্রমণ করে এবং পরে পুলিশের সাথে গুলি বিনিময় হয়।

২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ক্ষমতা পুনরুদ্ধার করার পর থেকে পাকিস্তানে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনাগুলি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কেপি এবং বেলুচিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ক্রমাগত সংঘাতের ঘটনা ঘটছে।

ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক "পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ" কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলা হয়েছিল, যার ফলে কমপক্ষে ১০০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৫৩ জন নিরাপত্তা কর্মী, ৩৯ জন বেসামরিক নাগরিক, ছয়জন জঙ্গি এবং স্থানীয় শান্তি কমিটির দুই সদস্য ছিলেন।

এছাড়া, ১৮৯ জন আহতের মধ্যে ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৩ জন বেসামরিক নাগরিক।

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী অভিযানে জুন মাসে ১৭৫ জন নিহত হন, এর মধ্যে ৫৫ জন নিরাপত্তা কর্মী, ৭৭ জন জঙ্গি, ৪১ জন বেসামরিক নাগরিক এবং দুইজন শান্তি কমিটির সদস্য অন্তর্ভুক্ত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×