বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনায় ভারত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২৫
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য তিনি বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহার করার কথা ভাবছেন। শুক্রবার ত্রিপুরা মুখ্যমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান, যা দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত হয়।
তিতাস নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে উৎপন্ন হয়ে মেঘনা নদীতে গিয়ে মিশেছে এবং সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ হিসেবে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়।
মানিক সাহা বলেন, "হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল খাল বাংলাদেশে তিতাস নদীতে গিয়ে মিশেছে।" তিনি আরও বলেন, "আমি তিতাস নদী সম্পর্কে যথেষ্ট জানি এবং আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য তিতাস নদীর পানি ব্যবহারের প্রস্তাব করেছি। এই প্রস্তাবনা নিয়ে গবেষণা চলছে।"
তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আয়রনবিহীন এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। "আমরা এই বিষয়ে কাজ করছি," বলেন মানিক সাহা।
এছাড়া, ত্রিপুরা রাজ্যের ২০টি শহরের জন্য একটি জিআইএস মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশনও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে আগরতলা শহরের মাস্টার প্ল্যান প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপি ব্যয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে।
সূত্র: ইকোনমিক টাইমস