আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০


আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন বলে আনাদোলু এজেন্সি জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহরের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ৮ কিলোমিটার গভীরে।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, রোববার গভীর রাতে কুনার ও আশপাশের এলাকায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’

ভূমিকম্পের পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার পাঠিয়েছে সরকার। তবে দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় উদ্ধার তৎপরতা পরিচালনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কুনারের প্রায় ৯০ শতাংশ এলাকা পাহাড়ঘেরা হওয়ায় সরু সড়কগুলো উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে আফগানিস্তানে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই সময় ভূমিধসের কারণে উদ্ধারকাজ চালাতে দীর্ঘ সময় লেগেছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×