বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত, দাবি ইসরায়েলের


বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত, দাবি ইসরায়েলের

ইসরায়েল জানিয়েছে, গাজার রাজধানী গাজা সিটিতে বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন। তবে হামাস এখনও এ দাবি নিশ্চিত করেনি।

রবিবার (১ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ পোস্ট দিয়ে বলেন, “ত্রুটিহীন অভিযানের” জন্য সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানাই।

হামাসের পক্ষ থেকে এখনও আবু উবাইদার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে তারা দাবি করেছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনে বহু সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় শনিবার চালানো ওই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এই হামলার সময় গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা চালাচ্ছিল।

রোববার প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “গাজায় অভিযানের গতি যত বাড়বে, আবু উবাইদার মতো আরও অপরাধী সহযোগীদের টার্গেট করা হবে।” তিনি এটিকে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনারই অংশ হিসেবে উল্লেখ করেন।

আইডিএফ ও শিন বেটের যৌথ বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনী ও গোয়েন্দা শাখার আগাম তথ্যের ভিত্তিতে আবু উবাইদার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

আবু উবাইদা ছিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অন্যতম শীর্ষ নেতা। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামলার সময় থেকে সক্রিয় ছিলেন।

শনিবারের ওই হামলায় ছয়তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। লক্ষ্য ছিল একটি ফ্ল্যাট, যা সাধারণত দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ভবনের ভেতর থেকে লক্ষ লক্ষ ডলারের সমপরিমাণ অর্থ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কিছু টাকা সংগ্রহ করলেও পরে হামাস তা উদ্ধার করে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, “আবু উবাইদা ছিলেন হামাস সন্ত্রাসী সংগঠনের জনসম্মুখের মুখপাত্র”, যিনি নিয়মিত হামাসের প্রচারণায় অংশ নিতেন।

গত কয়েক বছরে তিনি হামাসের পক্ষে ইসরায়েলবিরোধী একাধিক বক্তব্য দিয়েছেন। সবসময় মুখে ফিলিস্তিনি কাপড়ে মুখ ঢাকা অবস্থায় উপস্থিত হওয়া আবু উবাইদা হামাসের সমর্থকদের কাছে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

আনুমানিক ৪০ বছর বয়সী এই নেতা শুক্রবার দেওয়া এক ভাষণে শেষবারের মতো বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “ইসরায়েলি বন্দিদের পরিণতি হবে হামাস যোদ্ধাদের মতোই।” একই সঙ্গে গাজা সিটিতে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×