পিকআপ থেকে টিকটক তারকাসহ ৪ জনের মরদেহ উদ্ধার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৫১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
মেক্সিকান টিকটক তারকা ও ইনফ্লুয়েন্সার এসমেরালদো ফেরার গ্যারিবের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২২ আগস্ট মেক্সিকোর ওয়াদালাজারা শহরের সান আন্দ্রেস পাড়ায় একটি মেকানিকের দোকানের কাছ থেকে একটি পিকআপ গাড়ির ভেতর থেকে তার মরদেহসহ আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। সবগুলো মরদেহই প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩২ বছর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেস টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া চারটি মরদেহের মধ্যে একটি ছিল এসমেরালদোর, একটি তার ৩৬ বছর বয়সী স্বামীর এবং অন্য দুটি তাদের ১৩ বছর ও ৭ বছর বয়সী সন্তানের।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কাছাকাছি একটি মেকানিকের দোকানে কাজ করা তিনজনকে আটক করে। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়। জালিস্কোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতে, ওই তিনজন প্রসিকিউটরের দপ্তর থেকে বের হওয়ার সময় সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকার হন এবং তাদের মধ্যে দুজন নিহত হন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এসমেরালদোর মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ অতীতে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় মাদক চক্রের এক সদস্যের সঙ্গে সম্পর্ক থাকার কথা জানিয়েছিলেন। তিনি এক পোস্টে বলেছিলেন, “মাদক ব্যবসায়ী প্রেমিক থাকা দারুণ ব্যাপার।”
২০২০ সালে টিকটকে কমেডি লিপ-সিঙ্ক ভিডিওর মাধ্যমে অনলাইনে জনপ্রিয়তা লাভ করেন এসমেরালদো। বিলাসবহুল জীবনযাপন এবং ফ্যাশন, নতুন যানবাহন ও কসমেটিক সার্জারির প্রদর্শন করায় তিনি বিশেষ পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি জালিস্কো প্রদেশে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, এসমেরালদোর মর্মান্তিক মৃত্যু টিকটক ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর কয়েক মাস পর ঘটল। ভ্যালেরিয়াকে টিকটকে লাইভ স্ট্রিমিংয়ের সময় গুলি করে হত্যা করা হয়েছিল।