আগামী ৫ বছরে ভারত থেকে ৩১ লাখ কর্মী নেবে রাশিয়া
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:০০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ইউক্রেন যুদ্ধে দীর্ঘস্থায়ী মানবসম্পদ সংকটে ভুগছে রাশিয়া, বিশেষ করে অর্থনৈতিক খাতে শ্রমিক ঘাটতি চরমে পৌঁছেছে। এই সংকট মোকাবিলায় ভারত থেকে বিপুল সংখ্যক কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মস্কো।
রাশিয়ার শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশটি ভারত থেকে ৩১ লাখ দক্ষ কর্মী নিয়োগ দিতে চায়। এ লক্ষ্যে ভারত ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় চলতি বছরেই ১০ লাখ ভারতীয় কর্মী রাশিয়ায় যাবে। মূলত নির্মাণ এবং বস্ত্রশিল্পে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে।
তবে যারা উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত, তাদের জন্য সরকারি ও আধাসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে নিয়োগের সুযোগ থাকবে।
রুশ বার্তা সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার বলেন, “বৃহত্তর স্তরে রাশিয়ায় কর্মীর চাহিদা রয়েছে। উল্টো দিকে ভারতে দক্ষ কর্মীর অভাব নেই। নিয়মকানুন, আইন এবং সংরক্ষিত কাঠামোকে মেনে রাশিয়া ভারতীয়দের নিয়োগ করার ক্ষেত্রে আগ্রহ দেখাতে শুরু করেছে।”
এই বিপুলসংখ্যক ভারতীয় কর্মীদের জন্য বিশেষ দূতাবাস স্থাপন করবে ভারত ও রাশিয়া। বিনয় কুমার জানান, প্রস্তাবিত নতুন দূতাবাসে পাসপোর্ট, ভিসা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হবে শুধুমাত্র কর্মীদের জন্য।
তবে এই উদ্যোগ হঠাৎ নয়। কয়েক বছর ধরেই রাশিয়ায় ভারতীয় শ্রমিকের উপস্থিতি বাড়ছে। দিল্লিভিত্তিক থিঙ্কট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ায় ৫ হাজার ৪৮০ জন ভারতীয় ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ২০৮ জন, যা ৫ বছরে ৭ গুণ বৃদ্ধি।
এই প্রবণতা রাশিয়ার অর্থনীতিতে ভারতীয় জনশক্তির ক্রমবর্ধমান ভূমিকা এবং গুরুত্বকে তুলে ধরেছে। বিশেষত এমন এক সময়ে, যখন দেশটি ব্যাপক কর্মী সংকট মোকাবিলা করছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে সাড়ে তিন বছরে রাশিয়ার বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী ক্ষয়প্রাপ্ত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১০ লাখেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। যাদের অধিকাংশই ছিলেন সাধারণ নাগরিক, যারা যুদ্ধের জন্য সাময়িকভাবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
সূত্র: ইকোনমিক টাইমস