ক্লাবরুট রোগ ঠেকাতে গুরুত্বপূর্ণ জিন আবিষ্কার করলেন চীনা বিজ্ঞানীরা


ক্লাবরুট রোগ ঠেকাতে গুরুত্বপূর্ণ জিন আবিষ্কার করলেন চীনা বিজ্ঞানীরা

ক্রুসিফেরাস ফসলকে ধ্বংসাত্মক ক্লাবরুট রোগ থেকে বাঁচাতে আশার আলো দেখালেন চীনা গবেষকরা। তারা এমন একটি বিশেষ জিন শনাক্ত করেছেন, যা নিয়ন্ত্রণ করা গেলে দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধী জাত উদ্ভাবন সম্ভব হবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা দল প্রায় এক দশক ধরে এই কাজ চালিয়েছে। তাদের গবেষণার ফল সোমবার আন্তর্জাতিক স্বনামধন্য জার্নাল নেচার জেনেটিক্স-এ প্রকাশিত হয়।

সরিষা, বাঁধাকপি, ব্রকোলি ও চাইনিজ ক্যাবেজের মতো ক্রুসিফেরাস ফসল বহুদিন ধরেই ক্লাবরুট রোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে ৮০টির বেশি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে এবং প্রতিবছর বৈশ্বিক উৎপাদনের প্রায় ১০–১৫ শতাংশ নষ্ট হচ্ছে। শুধু চীনেই প্রতিবছর প্রায় ১৩ লাখ হেক্টর জমি এ রোগে আক্রান্ত হয়।

এই রোগ সৃষ্টি করে এক ধরনের প্রোটোজোয়া, যা একমাত্র ক্রুসিফেরাস প্রজাতিকে আক্রমণ করে। প্রচলিত সংকরায়ণ-নির্ভর প্রজনন পদ্ধতিতে প্রতিরোধী জাত উদ্ভাবন অত্যন্ত সময়সাপেক্ষ এবং এর কার্যকারিতা দ্রুত হ্রাস পায়।

গবেষণা দলের প্রধান বিজ্ঞানী লিউ লিচিয়াং জানান, দীর্ঘ গবেষণার পর তারা জিএসএল-৫ নামের একটি জিন শনাক্ত করেছেন। এই জিনকে রোগজীবাণু সহজে দখল করে নিয়ে ফসলের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। গবেষকরা জিনোম এডিটিং প্রযুক্তির মাধ্যমে এ জিন অপসারণের চেষ্টা করেন।

ফলাফলে দেখা যায়, জিনোম এডিট করা উদ্ভিদগুলো রোগজীবাণুর বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তোলে, অথচ তাদের স্বাভাবিক বৃদ্ধি বা ফলনে কোনো প্রভাব পড়ে না।

গবেষকদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে উচ্চ-রোগপ্রতিরোধী সরিষা, বাঁধাকপি, ব্রকোলি এবং অন্যান্য ক্রুসিফেরাস ফসলের নতুন জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×