সমুচা না আনায় স্বামীকে মারধর স্ত্রীর, থানায় হত্যাচেষ্টা মামলা


সমুচা না আনায় স্বামীকে মারধর স্ত্রীর, থানায় হত্যাচেষ্টা মামলা

ভারতের উত্তর প্রদেশের সেহরাপুরে সমুচা না আনার তুচ্ছ ঘটনায় স্ত্রী তার স্বামীকে মারধর করেন, যা দ্রুত গ্রাম্য সংঘর্ষে রূপ নেয়।

নিউজ চ্যানেল এনডিটিভির বুধবার (৩ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রী ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ৩০ আগস্ট শিবম নামের এক ব্যক্তি তার স্ত্রী সঙ্গীতার জন্য সমুচা আনতে ব্যর্থ হন। সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক-বিতর্ক অল্প সময়ের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে।

পরদিন, ৩১ আগস্ট সঙ্গীতা তার বাবা-মা ও মামাকে স্বামীর বাড়িতে ডেকে পাঠান। প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মার উপস্থিতিতে সালিশ আয়োজন করা হয়, কিন্তু সালিশটি সহিংসতায় লিপ্ত হয়। একপর্যায়ে স্ত্রী ও তার আত্মীয়রা শিবমকে মারধর করেন।

শিবমের মা বিজয় কুমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় ‘ন্যায় সংহিতা’-র প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করেছে, যার মধ্যে হত্যাচেষ্টার অভিযোগও অন্তর্ভুক্ত।

প্রশাসন জানায়, হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, স্বামী এবং তার পরিবারের সদস্যরা মারধরের শিকার হচ্ছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×