গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় আরও ৭৫ নিহত


গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় আরও ৭৫ নিহত

ইসরায়েলের লাগাতার হামলায় গাজা উপত্যকায় একদিনেই আরও অন্তত ৭৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বোমাবর্ষণে গাজা সিটির বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং নিরাপদ আশ্রয়ের অভাবে মানুষ বিপাকে পড়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ গাজা সিটিকে 'আতঙ্কের নগরী' হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু।

এক প্রত্যক্ষদর্শী ইসরা আল-বাসুস এএফপিকে বলেন, “আমি ও আমার সন্তানরা তাঁবুতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ল, শরীরে টুকরো এসে লাগল, আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল।”

গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। তুফাহ পাড়ায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। শুজাইয়ায় এক আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন এবং জেইতুনে আল-ঘাফ পরিবারের তিনজন নিহত হয়েছেন।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য পালাচ্ছেন, কিন্তু সেখানেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত। শেখ রাদওয়ান এলাকায় আশ্রয় নেওয়া মানুষদের তাঁবুতে আগুন দিয়েছে ট্যাংক। আল-শিফা হাসপাতালে মৃতদেহ জমা হয়েছে সারিবদ্ধভাবে। বাইরে এক মা তার সন্তানের লাশের পাশে বসে বিলাপ করে বলছিলেন “আমাকে ফেলে কোথায় গেলে, বাবা? কেন?”

ইউনিসেফ কর্মকর্তা টেস ইনগ্রাম জানান, “প্রায় ১০ লাখ মানুষ আটকা পড়েছেন এই ‘ভয়, পালানো ও জানাজায় ভরা নগরীতে।’”

ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজা সিটির ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং আরও অভিযান চলবে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং এজেন্সির মতে, স্যাটেলাইট ছবিতে জেইতুন এলাকায় অন্তত ৫২টি সামরিক যান দেখা গেছে। ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে উত্তর ও মধ্য গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরানো হয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আশ্রয় নেওয়া শুরুক আবু ঈদ জানান, “কোনও গোপনীয়তা নেই, শান্তিও নেই।”

বৃহস্পতিবার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাতজন এবং রাফাহে ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলিতে আরও সাতজন নিহত হন। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া হামলায় পুরো উপত্যকায় ৭৫ জন নিহত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×