বিমানে ওঠার আগে রানওয়েতে বসেই প্রস্রাব ভারতীয়র
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:২৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছেন বিমানযাত্রীরা। রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা গেছে এক বৃদ্ধকে, ঠিক তখনই যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন।
ঘটনাটি ক্যামেরাবন্দি করেন ককপিটে থাকা এক পাইলট। ভিডিওতে দেখা যায়, সাদা ধুতি ও পাঞ্জাবি পরা এক ব্যক্তি বিমানের কাছাকাছি রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। পাইলট সেই দৃশ্য দেখে হাসতে থাকেন এবং তা মোবাইলে ধারণ করেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করে।
৯ সেকেন্ডের ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয় এবং অনেকেই তা ইতিমধ্যেই দেখে ফেলেছেন।
তবে এই ঘটনার পরও এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ভিডিওটি ঠিক কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছে এবং ওই ব্যক্তি সংশ্লিষ্ট বিমানের যাত্রী ছিলেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।