দুই মাসের মধ্যে ‘সরি’ বলে আলোচনায় ফিরবে ভারত: মার্কিন বাণিজ্যমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ভারত নীতি না বদলালেও, আগামী দুই-এক মাসের মধ্যে শেষ পর্যন্ত ‘সরি’ বলে বাণিজ্যিক আলোচনার টেবিলে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্লুমবার্গ টেলিভিশনের সাক্ষাৎকারে লুটনিক জোর দিয়ে বলেন, ভারত এক-দুই মাসের মধ্যে নিজেদের অবস্থান নরম করে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ভোক্তা দেশ, আর ভোক্তা সর্বদা সঠিক।
লুটনিকের মতে, ভারত রাশিয়া থেকে পণ্য ক্রয় বন্ধ করতে এবং ব্রিকস জোট থেকে সরে আসতে চায় না, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা বৃহত্তম গ্রাহক যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে, নাকি ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বহাল রাখবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক এসসিও সম্মেলনে চীনা ও রুশ প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠককে বড়াই বলে মন্তব্য করেছেন লুটনিক। তিনি কানাডার উদাহরণও টেনে বলেন, কানাডা প্রথমে পাল্টা শুল্ক আরোপ করেছিল, কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক চাপের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়।
উল্লেখ্য, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। গত ২৫ আগস্ট মার্কিন আলোচনা দলের ভারত সফর স্থগিত হওয়ার পর থেকে কোনো নতুন আলোচনার তারিখ ঘোষণা করা হয়নি।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এর আগে আশা প্রকাশ করেছিলেন, নভেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। তবে ভারত সরকার জানিয়েছে, আলোচনা পুনরায় শুরু করার আগে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার জরুরি।
লুটনিক বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী। আমরা বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা। তাই শেষ পর্যন্ত সবাইকে গ্রাহকের কাছে ফিরে আসতে হবে।