নাক ডাকার শব্দের যন্ত্রণায় চাচাকে বিষ খাওয়ালো ভাতিজা


নাক ডাকার শব্দের যন্ত্রণায় চাচাকে বিষ খাওয়ালো ভাতিজা

ঘুমের সময় নাক ডাকা অনেকের জন্য স্বাভাবিক হলেও, তা আশেপাশের মানুষের বিরক্তির কারণ হতে পারে। এমনই এক বিরক্তি থেকে ভয়ংকর এক ঘটনা ঘটিয়েছে জাপানের ইচিহারা শহরের ১৮ বছর বয়সী এক কিশোর। চাচার নাক ডাকার শব্দ সহ্য করতে না পেরে, সে তার খাবারে বিষ মিশিয়ে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম নিপ্পন টিভির বরাত দিয়ে জানা যায়, ১৭ জুলাই এই ঘটনাটি ঘটে। ৫৩ বছর বয়সী ওই চাচা, কিশোর ও তার মায়ের সঙ্গে একসাথে বসবাস করতেন। ঘটনার দিন চাচা সুপ খাওয়ার সময় এর স্বাদ অস্বাভাবিক মনে হওয়ায় তা না খেয়ে ফেলে দেন। এরপর তার মুখে ঝিনঝিন ভাব ও পেটব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, সুপে ছিল ওলিন্ড্রিন নামক এক বিষাক্ত উপাদান, যা ওলিন্ডার গাছের পাতায় পাওয়া যায়। এটি এমনই বিষাক্ত যে প্রাণঘাতীও হতে পারে।

জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করেছে, সে চাচার নাক ডাকার আওয়াজ সহ্য করতে পারছিল না, তাই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

ওলিন্ডার গাছ সারাবছরই দেখা যায় এবং এটি রাস্তার পাশে, ঝোপঝাড় ও বাগানে জন্মায়। লাল বা সাদা ফুলযুক্ত এই গাছের প্রতিটি অংশ অত্যন্ত বিষাক্ত।

চিকিৎসার পর চাচা বর্তমানে সুস্থ আছেন। কিশোরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×