ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো, আঘাত হানবে যেখানে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৫২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় কিকো। ইতোমধ্যেই সম্ভাব্য বিপদের আশঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, হারিকেনটি গতিপথ পরিবর্তন করায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত হারিকেন কিকো হাওয়াইয়ের বিগ আইল্যান্ড থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (১ হাজার ৬০৯ মাইল) দক্ষিণপূর্বে অবস্থান করছিল। ঝড়টি আগামী সপ্তাহের মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে এর বাতাসের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা ক্যাটাগরি–৪ শক্তির সমান।
এর আগে শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক শনিবার জানান, ঝড় উত্তর দিকে সরে যাওয়ায় আশঙ্কিত ঝোড়ো বাতাসের প্রভাব কিছুটা লাঘব হয়েছে। তার ভাষায়, “ঝড়টি উত্তর দিকে সরায় দ্বীপপুঞ্জে স্বাভাবিকের চেয়ে কম বাতাস বইছে।”
তবু সতর্কতা রয়ে গেছে। রোববারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে আঘাত হানতে পারে। এতে সাগরে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে, যা উপকূলে ভাঙন সৃষ্টি করতে পারে।