পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৩৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির জাতীয় গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ইশিবা। শুরুতে তিনি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সংসদের নিম্নকক্ষে এলডিপি ও এর জোট শরিক কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। পরবর্তীতে চলতি বছরের জুলাইয়ে দলটি উচ্চকক্ষেও একই অবস্থায় পড়ে।
এমন পরিস্থিতিতে নিজ দলের ভেতর থেকে সমালোচনা ও চাপ ক্রমেই বাড়তে থাকে। মাত্র এক সপ্তাহ আগে পদত্যাগের গুঞ্জন নাকচ করেছিলেন ইশিবা, তবে এবার আর গুঞ্জন নয়—আনুষ্ঠানিকভাবেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
আগামীকাল সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আল জাজিরা জানিয়েছে, দলের মধ্যে সম্ভাব্য ভাঙন ঠেকাতেই ইশিবা সময়ের আগে পদত্যাগের পথ বেছে নিয়েছেন।