ইয়েমেনি ড্রোনে ইসরায়েলি বিমানবন্দরে হামলা


ইয়েমেনি ড্রোনে ইসরায়েলি বিমানবন্দরে হামলা

ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের লোহিত সাগর উপকূলে অবস্থিত আইলাত শহরের কাছে রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ।

হামলার পর থেকে বিমানবন্দরটিতে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করতে চেষ্টা চলছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত করছে। ড্রোনটি বিমানবন্দরের আশপাশে পড়েছিল, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জর্ডান ও মিশরের সীমান্তবর্তী রিসোর্ট শহর ইলাতের কাছে অবস্থিত এই রামন বিমানবন্দরটি মূলত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন স্থানে, বিশেষ করে হোদেইদা বন্দর এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় হুথি সরকারের প্রধানসহ শীর্ষ নেতারা নিহত হন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর থেকে তারা এখন মার্কিন সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×