সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী আটক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে জানানো হয়, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে মোট ২০ হাজার ৮৮২ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এই অভিযানে অংশ নেয় দেশটির বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৯৭৫ জন আবাসন আইন, ৪ হাজার ১৮৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৭২২ জন শ্রম আইন ভঙ্গ করেছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সময়ে আটককৃতদের মধ্যে ১০ হাজার ৮৯৫ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের কূটনৈতিক মিশনে পাঠিয়ে ভ্রমণের কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে।
এছাড়া, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চলাকালে ১ হাজার ২৪৪ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের বেশিরভাগ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এছাড়াও, অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া ও পরিবহনের দায়ে সৌদি আরবে বসবাসরত ২০ জন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে প্রবেশে সহায়তা করায় সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার এই বিষয়ে সতর্ক করে আসছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার এই দেশটিতে লক্ষাধিক অভিবাসী শ্রমিক বিভিন্ন খাতে কাজ করছেন। সৌদির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান সম্পর্কে খবর প্রকাশ করে থাকে।
সূত্র: গালফ নিউজ