পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিলো ভারত


পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিলো ভারত

ভারত সাতলেজ নদীর পানি বাড়া এবং সামনে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে পাকিস্তানকে সম্ভাব্য প্রবল বন্যার বিষয়ে সতর্ক করেছে। বর্তমানে বন্যার কারণে পাকিস্তানের অনেক এলাকা প্লাবিত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

সাম্প্রতিক এই সতর্কবার্তা নতুন করে ভারতের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গত রোববার (৭ জুন) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন পাকিস্তানি কর্তৃপক্ষকে সাতলেজ নদীতে সম্ভাব্য বড় ধরনের বন্যা সম্পর্কে অবহিত করে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, যেসব অঞ্চল ইতিমধ্যেই প্লাবিত, সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আগে ভারত সিন্ধু নদ চুক্তির আওতায় পাকিস্তানকে বন্যা সম্পর্কে অবহিত করত। তবে চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ওই চুক্তি থেকে সরে আসে। এরপর থেকে নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বন্যা সংক্রান্ত তথ্য পাঠাচ্ছে।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) একটি সতর্কতা জারি করেছে, যাতে আগাম সতর্কতা ব্যবস্থা চালু রাখা, জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তথ্য প্রচার এবং বাঁধগুলো মজবুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মুলতান শহরটি সাতলেজ ও চেনাব নদীর মাঝে অবস্থিত। সেখানে অন্তত তিনটি বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি পিরওয়ালা, যেখানে প্রবল স্রোতে বাড়িঘর, ফসল ও কৃষিজমি পানিতে ভেসে গেছে।

জিও নিউজের প্রচারিত ভিডিওতে দেখা যায়, বাসিন্দারা কোমরসমান পানিতে দাঁড়িয়ে জিনিসপত্র নিয়ে চলাচল করছেন, আর উদ্ধারকারী দল নৌকায় করে মানুষকে সরিয়ে নিচ্ছেন। মুলতানে এক উদ্ধারকারী নৌকা ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাথিয়া আনাদোলুকে বলেন, “শুধুমাত্র পাঞ্জাবেই ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং মোট ৪১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত পাকিস্তানে ৯০৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে পাঞ্জাবের কয়েকটি অঞ্চলে আরও একটি বড় ধরনের মৌসুমি বৃষ্টিপাত শুরু হতে পারে।

সূত্র: আনাদোলু

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×