ইসরায়েলে বাসে হামলায় নিহত ৫, আহত ২২
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:০৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের প্রবেশপথে যাত্রীবাহী একটি বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
প্রতিষ্ঠানটি জানায়, বন্দুকধারীরা হঠাৎ করে ৬২ নম্বর বাসে উঠে নির্বিচারে গুলি চালায়। হামলার সঙ্গে জড়িত দুইজনকে পরবর্তীতে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার পরপরই জেরুজালেমের ভেতরে ও বাইরে সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এমডিএর প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “গুলির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি রাস্তায়, ফুটপাথে এবং বাসস্টপের পাশে বহু মানুষ অচেতন হয়ে পড়ে আছেন। চারদিকে ভাঙা কাঁচ আর ধ্বংসযজ্ঞ ছড়িয়ে ছিল। আমরা আহতদের চিকিৎসা শুরু করি এবং তাদের হাসপাতালে পাঠাতে থাকি।”
এছাড়া ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিম ঘটনাস্থলে বেশ কয়েকজনকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে তারা নিহত হয়েছে নাকি পালিয়ে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: জেরুজালেম পোস্ট