জেরুজালেমে বাসে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৬


জেরুজালেমে বাসে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ৬

ইসরায়েলের রাজধানী জেরুজালেমের রামত শহরের একটি বাসস্টপে বন্দুকধারীদের গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ), স্থানীয় প্যারামেডিক এবং পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমডিএ জানায়, গুলিতে প্রথমে পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ এবং প্রায় ৩০ বছর বয়সী তিনজন তরুণ রয়েছেন। এছাড়া, ৫০ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

পরে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেন, "গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এতে অনেক আহত হয়েছেন, যার মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।"

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের উত্তরের শহরতলী রামত জংশনে একটি বাসস্টপে দুজন ‘সন্ত্রাসী’ গুলি চালায়। পাল্টা গুলিতে এক নিরাপত্তা কর্মী এবং এক বেসামরিক নাগরিক হামলাকারীদের দমন করেন।

ঘটনার একটি ছবিতে দেখা গেছে, এলাকাটি জনাকীর্ণ, একটি বাসের জানালায় গুলির চিহ্ন রয়েছে এবং সেখানে প্রচুর পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

এখনও পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি রয়েছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

ইসরায়েলি পুলিশ ও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে হামলাটি ঘটে। হামলাকারীরা বাসস্টপে দাঁড়ানো একজন সৈন্য ও বেশ কয়েকজন সাধারণ নাগরিকের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে দুই হামলাকারী নিহত হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পাঠানো কর্মকর্তারা আহতদের মেডিকেল টিমের সহায়তায় সরিয়ে নিয়েছেন। অভিযুক্তদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আইডিএফ জানায়, তারা ওই এলাকায় সৈন্য মোতায়েন করেছে এবং সন্দেহভাজনদের সন্ধানে অভিযান চালাচ্ছে। পশ্চিম তীরের রামাল্লাহ উপকণ্ঠের বিভিন্ন এলাকা ঘেরাও করে প্রতিরক্ষা তৎপরতা চালানো হচ্ছে।

বিবিসির যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরা লোকজন রাস্তা পার হচ্ছেন এবং সেখানে গুলি চালানো হচ্ছে, তবে হামলাকারীদের পরিচয় পরিষ্কার নয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×