শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে চান ট্রাম্প, মোদিরও সম্মতি


শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে চান ট্রাম্প, মোদিরও সম্মতি

বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও আবারও ভারতের সাথে শুল্ক ইস্যুতে আলোচনায় আগ্রহ দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোদির সাথে সরাসরি বসতে চান তিনি। তার আশা, এ বৈঠক দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করতে সহায়ক হবে।

ট্রাম্পের এ পোস্টের পরদিন, বুধবার, পাল্টা প্রতিক্রিয়া জানান নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, নয়াদিল্লি ওয়াশিংটনের সাথে শুল্ক ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই সাক্ষাৎ যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×