৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা, অপ্রতিরোধ্য ইসরায়েল


৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা, অপ্রতিরোধ্য ইসরায়েল

গত ৭২ ঘণ্টায় ছয়টি দেশের ভেতরে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হামলার সময় গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। আল জাজিরার তথ্য অনুযায়ী, এ হামলায় নিহত হন হামাস নেতা খলিল আল হায়ার ছেলে, তার তিনজন দেহরক্ষী, কাতারের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এবং আরও দুইজন। আলোচনায় অংশ নেওয়া নেতারা হামলা থেকে অক্ষত থাকেন।

ইসরায়েলের এই হামলা কাতার পর্যন্ত বিস্তৃত হলেও এটি তাদের সাম্প্রতিক একটি বড় পরিকল্পনার অংশ। গত সোমবার থেকে শুরু করে ৭২ ঘণ্টার মধ্যে তেল আবিব ফিলিস্তিন, সিরিয়া, তিউনিশিয়া, লেবানন, কাতার ও ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে।

সোমবার গাজায় চালানো হামলায় ১৫০ জন নিহত ও ৫৪০ জন আহত হন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩২০ জনের মধ্যে মারা যান ৬৭ জন। ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান আরও ১৪ জন, আর দুর্ভোগে পড়ে দুই শিশুসহ মারা যান আরও ছয়জন। পরদিন মঙ্গলবার হামলায় আরও ৮৩ জন নিহত ও ২২৩ জন আহত হন।

গাজায় লাগাতার ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বহু উঁচু ভবন ধ্বংস হয়ে যাচ্ছে এবং বহু ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। গাজায় কোনো নিরাপদ আশ্রয় না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৪ হাজার ৬৫৬ জন, যার মধ্যে অনাহারে মৃত্যুবরণ করেছেন ৪০৪ জন। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

লেবাননে হামলা
সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় লেবানের বেক্কা ও হারমেল জেলায় বিমান হামলা চালায় ইসরায়েল, এতে পাঁচজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সেখানে হিজবুল্লাহর অস্ত্রাগার ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং হিজবুল্লাহর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই হামলার মাধ্যমে ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘিত হলো।

মঙ্গলবারও ইসরায়েল লেবাননের বারজা শহরে হামলা চালায়, যা বৈরুত থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে। এতে হিজবুল্লাহর এক সদস্য নিহত হন।

সিরিয়ায় হামলা
সোমবার রাতে সিরিয়ার একাধিক এলাকায় ইসরায়েল হামলা চালায়। সিরিয়ার বিমানঘাঁটি, ঘরবাড়ি ও সামরিক ব্যারাক লক্ষ্য করে হামলা হয় বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এটি আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।”

ওই পর্যবেক্ষণ সংস্থা আরও জানিয়েছে, চলতি বছরে ইসরায়েল সিরিয়ায় শতাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল অভিযান। এতে ১৩৫টি স্থাপনা ধ্বংস এবং ৬১ জন নিহত হয়েছেন।

তিউনিশিয়ার উপকূলে হামলা
গাজার উদ্দেশে যাত্রা করা ‘দ্য গ্লোবার সামুদ ফ্লোটিলা’ নামের একটি জাহাজ তিউনিশিয়ার উপকূলে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় দুবার।

কাতারে হামলা
ইসরায়েলের রাজধানী থেকে কাতার প্রায় ২ হাজার কিলোমিটার দূরে। গাজায় চলমান হামলার পর এবার প্রথমবারের মতো কাতারেও আঘাত হানলো তেল আবিব। এতে ছয়জন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দোহায় ওয়েস্ট বে লাগুন এলাকার একটি আবাসিক ভবনে হামলা চালায়। ওই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস, স্কুল, সুপারমার্কেট ও চিকিৎসাকেন্দ্র রয়েছে।

ইয়েমেনে হামলা
বুধবার ইসরায়েল সানার বিমানবন্দরে বিমান হামলা চালায়। গত এক মাসে এটি দ্বিতীয়বারের মতো। এর আগে গত ৬ মে বিমানবন্দরে চালানো হামলায় টার্মিনাল ভবন ও রানওয়ের বড় ক্ষতি হয়।

এছাড়া, ২৮ আগস্ট সানায় হুতি সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে হামলা চালায় ইসরায়েল। এতে হুতি প্রধানমন্ত্রী আল-রাহাওয়ি ও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×