হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:৫৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
সহিংসতায় বিপর্যস্ত নেপাল থেকে পাওয়া এক ভিডিওতে দেখা গেছে, দেশটির মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার থেকে ফেলা রেসকিউ স্লিং বা দড়ি ধরে ঝুলে পালিয়ে যাচ্ছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা জারি করলে রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করে সরকার।
বুধবার (১০ সেপ্টেম্বর) সেনাবাহিনী কাঠমান্ডু শহর পাহারা দেয় এবং নাগরিকদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেয়। এর মধ্যেই হেলিকপ্টার থেকে দড়ি ধরে পালানোর দৃশ্য সামনে আসে। ভিডিওটি প্রকাশ করে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেপালের চলমান বিক্ষোভের নেতৃত্ব দেয়া জেন-জি গোষ্ঠীগুলো বলছে, তারা আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের অভিযোগ, ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ আন্দোলনটিকে ছিনতাই করেছে।
প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন পুলিশের গুলিতে সহিংসতায় রূপ নেয়। দু’দিনের মধ্যে প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি। এই হতাহতের ঘটনাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
ক্রমবর্ধমান চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। তার কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন দেশের প্রেসিডেন্টও। তবে পরিস্থিতি শান্ত না হয়ে বরং আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে।
বিবিসি আরও জানায়, আন্দোলনের পেছনে থাকা জেন-জি গোষ্ঠীগুলোর অনেকেই এখন উদ্বিগ্ন। তাদের মতে, এ আন্দোলন এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মঙ্গলবারের বিক্ষোভ নেপালের জেন-জিদের আয়োজিত। এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়েছিল: জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান।”
তারা আরও বলেন, “আমাদের উদ্দেশ্য কখনোই দৈনন্দিন জীবন ব্যাহত করা বা অন্যদের আমাদের শান্তিপূর্ণ উদ্যোগের অপব্যবহার করার সুযোগ দেয়া ছিল না।”
নেপালের সেনাবাহিনীও জানিয়েছে, আন্দোলনে বিভিন্ন ‘ব্যক্তি এবং নৈরাজ্যবাদী গোষ্ঠী’ অনুপ্রবেশ করেছে, যারা ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ধ্বংসে লিপ্ত।