নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মানহানির মামলা


নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মানহানির মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০০ কোটি টাকা) মানহানি মামলা দায়ের করেছেন। সোমবার রাতে ফ্লোরিডার একটি জেলা আদালতে ট্রাম্পের আইনজীবীরা এই মামলা দায়ের করেন। ট্রাম্প অভিযোগ করেছেন, নিউইয়র্ক টাইমস ডেমোক্র্যাট পার্টির “মুখপাত্রে” পরিণত হয়েছে এবং তার বিরুদ্ধে “মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে।”

এর আগে ট্রাম্প বছরের পর বছর বিভিন্ন বড় সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল, এবিসি নিউজ এবং প্যারামাউন্টের বিরুদ্ধেও তার মামলা রয়েছে। এবিসি নিউজ ও প্যারামাউন্টের সঙ্গে করা মামলার নিষ্পত্তি হয়েছে যথাক্রমে ১৫ ও ১৬ মিলিয়ন ডলারে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের মামলা এখনও চলমান।

ট্রাম্পের নতুন মামলায় তার আইনজীবীরা কয়েকটি প্রতিবেদন এবং সাংবাদিক সুসান ক্রেইগ ও রাস বুয়েটনারের লেখা “লাকি লুজার: কীভাবে ডোনাল্ড ট্রাম্প বাবার অর্জিত সম্পদ নষ্ট করে সফলতার ভুয়া গল্প গড়েছিলেন” বইকে কেন্দ্র করে অভিযোগ তুলেছেন। ট্রাম্প দাবি করেছেন, এসব প্রকাশনা ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে করা হয়েছে।

ট্রাম্প বলেছেন, "নিউইয়র্ক টাইমস দশকের পর দশক ধরে আমার, আমার পরিবারের, ব্যবসা ও রাজনৈতিক আন্দোলন সম্পর্কে মিথ্যাচার করে আসছে।" এছাড়া তিনি ২০২৪ সালের নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে সমর্থন জানানোর ঘটনাকেও “অবৈধ প্রচার অনুদান” বলে অভিহিত করেছেন।

নিউইয়র্ক টাইমস এখনও এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে প্রকাশিত একটি মতামত কলামকে কেন্দ্র করে ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেছিলেন। আদালত তা “সুরক্ষিত বক্তব্য” হিসেবে বাতিল করে দেন। ২০১৮ সালে তার পরিবারের সম্পদ ও কর সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের কারণে দায়ের করা মামলা ২০২৩ সালে বাতিল হয়।

এবার ট্রাম্প এই মামলায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×