নেতানিয়াহু ‘যেন হিটলারেরর আত্মীয়ের মতো’, বললেন এরদোয়ান


নেতানিয়াহু ‘যেন হিটলারেরর আত্মীয়ের মতো’, বললেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেছেন।

গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আদর্শিকভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।”

জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি নেতা এডলফ হিটলার ইতিহাসে ইহুদিদের ওপর ব্যাপক দমন-নিপীড়নের জন্য পরিচিত ছিলেন। হাজার হাজার মানুষ হত্যা করায় তিনি বিশ্বব্যাপী ঘৃণার চোখে দেখা হয়।

এরদোয়ান ইতিমধ্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার ঘটনা ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। এছাড়াও তিনি ইসরায়েলি সরকারকে ‘খুনি নেটওয়ার্ক’ হিসেবে অভিহিত করেছেন।

কাতারের দোহায় আরব-ইসলামিক নেতাদের জরুরি সম্মেলন শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন এরদোয়ান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, চলতি মাসের ২২ তারিখ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপের কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে এরদোয়ান বলেন, “আমি আশা করি ফিলিস্তিনের জন্য মানবিকতার জোট বিস্তৃত সমর্থন পাবে।” তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ইস্যু উত্থাপন করা হবে।

সূত্র: আলজাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×