নেপালের প্রতি অবিচল সমর্থন থাকবে: মোদির বার্তা সুশীলা কার্কিকে


নেপালের প্রতি অবিচল সমর্থন থাকবে: মোদির বার্তা সুশীলা কার্কিকে

নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ফোন করে ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অস্থিরতা কাটিয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, নরেন্দ্র মোদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য উঠে আসে।

সেখানে মোদি লেখেন, “নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে উষ্ণ আলাপ হয়েছে।” তিনি আরও বলেন, “সম্প্রতি নেপালে ঘটে যাওয়া মর্মান্তিক প্রাণহানির জন্য সুশীলা কার্কিকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং নেপালের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সুশীলা কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।”

ফেসবুক স্ট্যাটাসে মোদি আগামী ১৯ সেপ্টেম্বর, নেপালের জাতীয় দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে শপথ নেন নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ঘোষণা দেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ছয় মাসের মধ্যেই দেশজুড়ে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। শপথ নেওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি নেপালের পার্লামেন্ট বিলুপ্ত করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×