ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি বিশ্বের সম্রাট নন: ব্রাজিলের প্রেসিডেন্ট


ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি বিশ্বের সম্রাট নন: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্পষ্ট করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক রাখেন না। এমনকি ফোনেও কখনো কথা বলেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন।”

সাম্প্রতিক সময়ে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছেন। এই নিয়ে লুলা ও ট্রাম্পের মধ্যে বেশ সমালোচনামূলক মন্তব্য চলে আসছে।

লুলা বলেন, “ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ তিনি প্রথমবার নির্বাচিত হওয়ার সময় আমি প্রেসিডেন্ট ছিলাম না। তার সম্পর্ক ছিল বলসোনারো ও ব্রাজিলের সঙ্গে, আমার সঙ্গে নয়।”

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্য উদ্বৃত্ত থাকা সত্ত্বেও জুলাই মাসে ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। লুলা এ শুল্ককে 'রাজনৈতিক প্রভাবিত' হিসেবে বর্ণনা করে বলেন, “ট্রাম্প ব্রাজিলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুল করছেন, আর এর মূল্য আমেরিকান জনগণকে দিতে হবে।”

লুলা আরও বলেন, “দুই নেতা কখনো সরাসরি একে অপরের সঙ্গে কথা বলেননি। আমি কখনো ফোন করার চেষ্টা করি নি, কারণ তিনি কথা বলতে চাননি।” ট্রাম্প পূর্বে বলেছেন, লুলা যে কোনো সময় তাকে ফোন করতে পারেন। তবে লুলা বলেন, “ট্রাম্প প্রশাসনের সদস্যরাও কথা বলতে চাননি।”

তিনি উল্লেখ করেন, ট্রাম্প “সভ্যভাবে যোগাযোগ করেননি, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত কেবল তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×