ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৪০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
ইসরায়েলের কাছে প্রায় ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি বাস্তবায়নের আগে কংগ্রেসের অনুমোদন চাইছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পিত অস্ত্র সরবরাহের তালিকায় রয়েছে ইসরায়েলি সেনাদের জন্য ৩০টি ‘এএইচ-৬৪’ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল।
ঘটনাটি এমন সময় সামনে এলো, যখন কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে পশ্চিমা বিশ্ব তীব্র সমালোচনা করছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, মূলত গাজায় সামরিক অভিযান জোরদার করার লক্ষ্যে ইসরায়েল এই অস্ত্র কেনায় আগ্রহী। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের জন্য চুক্তিটি বড় অঙ্কের আর্থিক লাভজনক সুযোগ হয়ে দাঁড়াবে।