হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা


হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল বলছে, হিজবুল্লাহ যাতে ওই এলাকায় পুনর্গঠন করতে না পারে, সে লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছে। খবর সামাটিভির।

২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের একটি বিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল নিয়মিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবারের হামলা সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “অনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে”। এর আগে তারা জানায়, হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে, কারণ সংগঠনটি ওই এলাকায় তাদের কার্যক্রম পুনর্গঠনের “অবৈধ প্রচেষ্টা” চালাচ্ছে।

ইসরায়েল আরও সতর্ক করে বলেছে, পাঁচটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×