ইসরাইলকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার আহ্বান হামাসের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৩৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইসরাইলকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে। খবর বার্তা সংস্থা মেহের নিউজের।
রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামাস উল্লেখ করেছে, পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের ভূমি ও পবিত্র স্থান সংরক্ষণ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা উল্লেখ করেছে, নতুন রাষ্ট্রের রাজধানী হবে আল-কুদস (জেরুজালেম)।
সংগঠনটি এই স্বীকৃতিকে “জনগণের সংগ্রাম, অটলতা ও আত্মত্যাগের প্রাপ্য ফল” হিসেবে আখ্যায়িত করেছে। হামাস জোর দিয়ে জানিয়েছে, এই স্বীকৃতি শুধু কাগজে থাকলে চলবে না; বাস্তব পদক্ষেপের মাধ্যমে তা কার্যকর করতে হবে। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধ করা এবং পশ্চিম তীর ও আল-কুদস দখল ও ইহুদিকরণ পরিকল্পনার প্রতিহত করা।
হামাস বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে আহ্বান জানিয়ে বলেছে, ইসরাইলকে বিচ্ছিন্ন করতে হবে, দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া তারা ইসরাইলের আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অমান্য করার তীব্র সমালোচনা করেছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে “ভয়াবহ অপরাধের” কথা উল্লেখ করেছে।
সংগঠনটি পুনর্বার উল্লেখ করেছে, দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত অধিকার। হামাস বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং আল-কুদসকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সমর্থন দিতে।
উল্লেখ্য, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। ফ্রান্সসহ আরও কিছু দেশ সামনের কয়েকদিনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।