বিরোধ ভুলে হাত মেলালেন ট্রাম্প-ইলন মাস্ক


বিরোধ ভুলে হাত মেলালেন ট্রাম্প-ইলন মাস্ক

দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোটিপতি উদ্যোক্তা ইলন মাস্ক অবশেষে প্রকাশ্যে করমর্দন করেছেন। অ্যারিজোনায় ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের স্মরণসভায় তাদের এই সাক্ষাৎ ঘটে।

স্মরণসভায় উপস্থিত হাজারো মানুষের সামনে ট্রাম্প ও মাস্ক কিছুক্ষণ কথা বলেন এবং করমর্দন করেন, যা মার্কিন রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে; দুজনের সম্পর্ক কি আবার স্বাভাবিক হচ্ছে?

চার্লি কার্ককে ১০ সেপ্টেম্বর উটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলি করে হত্যা করা হয়।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে মাস্ক প্রায় ২৭০ মিলিয়ন ডলার সহায়তা করেন। এরপর “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি” নামে বিতর্কিত একটি সংস্থাও মাস্কের নেতৃত্বে গঠন করা হয়, যা হাজারো সরকারি চাকরি বিলুপ্ত করে।

তবে হোয়াইট হাউসের বড় কর ও ব্যয় সংক্রান্ত বিল নিয়ে মতপার্থক্যের কারণে মাস্ক ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি করেন। তিনি ট্রাম্পকে প্রকাশ্যে একাধিকবার সমালোচনা করেন এবং “এপস্টেইন ফাইলসে” ট্রাম্পের নাম থাকার অভিযোগ তোলেন। ট্রাম্পও পাল্টা প্রতিক্রিয়ায় জানান, তিনি মাস্ককে “বহিষ্কার” করার কথা ভাবছেন।

পরবর্তীতে মাস্ক “আমেরিকা ফার্স্ট পার্টি” নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, যদিও তার বাস্তব রূপ এখনও দেখা যায়নি।

স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে মাস্ক লেখেন, “For Charlie.” তবে এটাই তাদের প্রথম সাক্ষাৎ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×