ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল মাল্টা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। সোমবার (২২ সেপ্টেম্বর) মাল্টার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
এই স্বীকৃতি এমন একটি সময়ে এলো, যখন সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে আরও কয়েকটি রাষ্ট্র জাতিসংঘে একই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে। এর একদিন আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো গাজা যুদ্ধ বন্ধ করে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করা।
মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা গত মে মাসে প্রথমবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তবে পরবর্তীতে জাতিসংঘ সম্মেলন স্থগিত হয়ে যাওয়ায় সিদ্ধান্তটি তখন কার্যকর হয়নি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনপন্থী অবস্থানে রয়েছে। তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
প্রসঙ্গত, প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী একসময় মাল্টায় বসবাস করতেন।
মাল্টার প্রধানমন্ত্রী বলেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ঐতিহাসিক এবং মাল্টা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”