থালাপতি বিজয়ের র‌্যালিতে পদদলিতে ২৯ জনের মৃত্যু


থালাপতি বিজয়ের র‌্যালিতে পদদলিতে ২৯ জনের মৃত্যু

তামিলনাড়ুর করুর জেলায় শনিবার অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে। খবর জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। বিজয়ের রাজ্য সফরের অংশ হিসেবে সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালীন হঠাৎ ভিড়ের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন এবং তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা বলেন, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় ও রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে এবং আহতদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×