প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫০ এম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসও না যেতেই প্রকাশ্যে উপস্থিত হয়ে ঘোষণা দিলেন তিনি দেশ ছেড়ে পালাবেন না। বরং অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেও তিনি দেশের ভেতরেই থেকে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তার দলীয় যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন অলি। সেখানেই জনসম্মুখে এসে তিনি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”
ক্যাডারদের উদ্দেশে তিনি আরও যোগ করেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”
জেন-জির আন্দোলনের চাপের মুখে অলি ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় প্রাণে বাঁচেন। এরপর থেকে আড়ালে থাকলেও অবশেষে তিনি প্রকাশ্যে আসেন।
অলি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে, তা জনগণের ম্যান্ডেট নয় বরং সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে এসেছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন না। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী নির্দেশ দিয়েছেন তার সব রেকর্ড যেন প্রকাশ করা হয়।
এদিকে, সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকার অলি ও তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রীর পাসপোর্ট জব্দের উদ্যোগ নিচ্ছে। অলি অভিযোগ করেছেন, এ পদক্ষেপ তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট