যুক্তরাষ্ট্র মাদক কার্টেলের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত: ট্রাম্প


যুক্তরাষ্ট্র মাদক কার্টেলের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র এখন আর শুধু মাদক চোরাচালান দমনে কৌশলগত অভিযানেই সীমাবদ্ধ নয়, বরং দেশটি সরাসরি ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে পাঠানো একটি গোপন নোটিশে তিনি এই তথ্য প্রকাশ করেছেন, যা পরবর্তীতে পেয়ে যায় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু তাদের শুক্রবারের (৩ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, নিউইয়র্ক টাইমসের হাতে আসা ওই গোপন নথিতে ট্রাম্প উল্লেখ করেছেন, মাদক কার্টেলগুলোর সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে একটি “সশস্ত্র সংঘাত” চলছে। প্রেসিডেন্টের ভাষায়, এসব কার্টেলকে তাঁর প্রশাসন “সন্ত্রাসী সংগঠন” হিসেবে দেখছে এবং পাচারকাজে যুক্তদের “অবৈধ যোদ্ধা” হিসেবে বিবেচনা করছে।

নথিতে আরও বলা হয়েছে, গত মাসে অন্তত তিনটি হামলায় কার্টেলদের লক্ষ্যে পরিচালিত নৌকা অভিযানে ১৭ জন নিহত হয়। ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যায়, এই সামরিক পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার অংশ এবং এগুলো “সশস্ত্র সংঘাতের আইন” অনুসারে বৈধ। প্রশাসনের দৃষ্টিতে, মাদক কার্টেলগুলোর কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি “শত্রুতামূলক আক্রমণ”।

যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, দেশটি যখনই কোনো সংঘাত বা হুমকির মুখোমুখি হয় এবং সেখানে সামরিক বাহিনী সম্পৃক্ত হয়, তখন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই ট্রাম্প কংগ্রেসে এই নোটিশ পাঠিয়েছেন।

ট্রাম্প তাঁর নোটিশে আরও বলেছেন, “মাদকপাচারে জড়িত এই কার্টেলগুলো হলো অস্ত্রধারী অথচ রাষ্ট্র স্বীকৃত নয় এমন গোষ্ঠী, যাদের কর্মকাণ্ড আমি যুক্তরাষ্ট্রের ওপর একটি সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করছি।” তিনি এই সংঘাতকে আখ্যা দিয়েছেন “অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত” হিসেবে।

তবে, ওই নোটিশে কোনো নির্দিষ্ট কার্টেলের নাম তুলে ধরা হয়নি। এমনকি ‘অবৈধ যোদ্ধা’ কাদের বলা হবে, সেই মানদণ্ডও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।

এদিকে, মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, “ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছাড়াই ‘গোপন যুদ্ধ’ চালাচ্ছেন বলে মনে হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×