সিঙ্গাপুরে দুই ভারতীয়কে যৌনকর্মী মারধর ও ডাকাতির অভিযোগে ৫ বছরের কারাদণ্ড


সিঙ্গাপুরে দুই ভারতীয়কে যৌনকর্মী মারধর ও ডাকাতির অভিযোগে ৫ বছরের কারাদণ্ড

সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় হোটেল কক্ষে দুই যৌনকর্মীর হাত-পা বেঁধে মারধর এবং ডাকাতির ঘটনায় দুই ভারতীয় পুরুষকে দণ্ডিত করা হয়েছে। তারা পাচ্ছেন পাঁচ বছরের বেশি কারাদণ্ড এবং ১২টি করে বেত্রাঘাত।

সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ২৩ বছর বয়সী আরোক্কিয়াসামি ডেইসন এবং ২৭ বছর বয়সী রাজেন্দ্রন মায়িলারাসনের সাজা ঘোষণা করে আদালত।

আদালতের তথ্যে বলা হয়েছে, এই দুই ভারতীয় ২৪ এপ্রিল ছুটি কাটাতে সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়ার এলাকায় হাঁটার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এসে জিজ্ঞাসা করেন, তারা যৌন সেবা নিতে আগ্রহী কি না। এরপর তিনি তাদের দুই নারীর সঙ্গে যোগাযোগের তথ্য দেন।

এনডিটিভি জানিয়েছে, আরোক্কিয়াসামি রাজেন্দ্রনকে বলেন যে তাদের অর্থের প্রয়োজন। আরোক্কিয়াসামি পরামর্শ দেন নারীদের হোটেলে নিয়ে একসঙ্গে ডাকাতি করার জন্য, এবং রাজেন্দ্রন তা মেনে নেন।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে তারা হোটেল রুমে এক নারীর সঙ্গে দেখা করেন। রুমে ঢুকেই তারা ভিকটিমের হাত-পা কাপড় দিয়ে বেঁধে তাকে মারধর করেন এবং গয়না, ২০০০ সিঙ্গাপুর ডলার নগদ, পাসপোর্ট ও ব্যাংক কার্ড লুট করেন।

রাত ১১টার দিকে তারা অন্য একটি হোটেলে দ্বিতীয় নারীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। পৌঁছার পর একই কৌশলে ভিকটিমকে রুমে টেনে নিয়ে ডাকাতি চালানো হয়। তারা ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট লুট করে নেন।

পরের দিন দ্বিতীয় ভুক্তভোগী অন্য কাউকে ঘটনার কথা জানালে তাদের কার্যকলাপ প্রকাশ পায়। পুলিশে খবর দেওয়া হয় এবং আরোক্কিয়াসামি ও রাজেন্দ্রনকে গ্রেফতার করা হয়। আদালতে শাস্তি ঘোষণার আগে তারা ঘটনার দায় স্বীকার করেন এবং হালকা শাস্তির জন্য আবেদন জানান।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ডাকাতির সময় স্বেচ্ছায় আহত করলে দণ্ডিত ব্যক্তি পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি কমপক্ষে ১২টি বেত্রাঘাতের শাস্তি ভোগ করতে পারেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×