ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নাকচ সিরিয়ার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০২:৩২ পিএম, ১১ নভেম্বর ২০২৫
মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার হাওয়া বইলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে এখনই অংশ নিচ্ছে না সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনও সংলাপ বর্তমানে হচ্ছে না। গোলান মালভূমি ইস্যুতেও তিনি কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার পুরনো আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিকে নতুনভাবে সক্রিয় করতে চান, ঠিক সেই সময়েই দামেস্কের এই অবস্থান সামনে আসে।
সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আল শারা বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার অবস্থা তাদের মতো নয়। তিনি বলেন, “সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে আমরা (ইসরায়েলের সঙ্গে) কোনও সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।”
সিরিয়ার এই নেতার দাবি, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল গোলান মালভূমিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে, যা দেশটির জন্য নতুন সংকট তৈরি করেছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে চুক্তি হয়েছিল, সেটিই ছিল ‘আব্রাহাম অ্যাকর্ডস’। সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, তার প্রত্যাশা সিরিয়া ও সৌদি আরবও শেষ পর্যন্ত এই উদ্যোগে যুক্ত হবে।
এদিকে আইএসবিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট আল শারা বলেন, “আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে, তবে সেটি এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে।” তিনি আরও বলেন, “এই বিষয়ে আলোচনা দরকার এবং আইএস ইস্যুতে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো জরুরি।”
সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তাফা জানান, দেশটি সম্প্রতি আইএসবিরোধী বৈশ্বিক জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা ঘোষণায় স্বাক্ষর করেছে। তার ভাষায়, চুক্তিটি সম্পূর্ণ রাজনৈতিক এবং এখন পর্যন্ত এতে কোনও সামরিক বিষয় অন্তর্ভুক্ত হয়নি।