ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী হামলা, দায় স্বীকার পাকিস্তান তালেবানের


ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী হামলা, দায় স্বীকার পাকিস্তান তালেবানের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী পাকিস্তান তালেবান। মঙ্গলবার এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, বিচার বিভাগের কর্মকর্তারাই তাদের প্রধান লক্ষ্য ছিল।

স্থানীয় সময় বেলা ১২টা ৩৯ মিনিটে ইসলামাবাদের আদালত চত্বরে ঘটে এই আত্মঘাতী বিস্ফোরণ। এতে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে দেশটির প্রশাসন জানিয়েছে।

তালেবানের জারি করা বিবৃতিতে বলা হয়, “আমাদের যোদ্ধা ইসলামাবাদের বিচার বিভাগীয় কমিশনে হামলা চালিয়েছে। পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে যারা রায় প্রদান করেছেন; সেই বিচারক, আইনজীবী ও কর্মকর্তারাই আমাদের লক্ষ্য ছিলেন।”

গোষ্ঠীটি আরও হুমকি দিয়ে জানায়, মুসলিমপ্রধান পাকিস্তানে “ইসলামী শরিয়া আইন কার্যকর না হওয়া পর্যন্ত” এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, হামলার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে চিরবৈরী প্রতিবেশী ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়।” প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, “ভারতকে এই অঞ্চলে প্রক্সির গোষ্ঠীগুলোর মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর মতো জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।”

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই হামলা আফগানিস্তানের পক্ষ থেকে এক ধরনের বার্তা—যার জবাব দিতে পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।

খাজা আসিফ আরও বলেন, “আমরা এখন যুদ্ধাবস্থায় রয়েছি। কেউ যদি মনে করেন, পাকিস্তান সেনাবাহিনী কেবল সীমান্তে যুদ্ধ করছে, তাহলে আজকের ইসলামাবাদ আদালতের আত্মঘাতী হামলাটি তাদের জন্য একটি সতর্কবার্তা।”

সূত্র: ডন, এএফপি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×