ট্রাম্পের সিদ্ধান্তে আর্জেন্টিনাসহ চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার


ট্রাম্পের সিদ্ধান্তে আর্জেন্টিনাসহ চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

দক্ষিণ ও মধ্য আমেরিকার চার দেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্যচুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করতে চলেছে। নতুন সিদ্ধান্তটি ট্রাম্পের পূর্বের কঠোর শুল্কনীতিতে বড় পরিবর্তন এনে দিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্যকে কেন্দ্র করে এই চার দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পরই ওয়াশিংটন তাদের ওপর থেকে বাড়তি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিল। শপথ নেওয়ার মাত্র আড়াই মাস পর গৃহীত সেই সিদ্ধান্তকে ট্রাম্প তখন “যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা” বলে বর্ণনা করেছিলেন। তবে ওই শুল্কনীতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যে তীব্র নেতিবাচক প্রভাব ফেলে। বিদেশি পণ্যের প্রবেশ কমে যাওয়ায় মার্কিন বাজারে খাদ্য ও কৃষিপণ্যের দাম দ্রুত বেড়ে যেতে থাকে।

যুক্তরাষ্ট্রে খাদ্য ও কৃষিজ পণ্যের বড় একটি অংশ আসে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। কিন্তু ট্রাম্প প্রশাসন এসব অঞ্চলের অধিকাংশ দেশের ওপরই উচ্চ রপ্তানি শুল্ক আরোপ করেছিল, যা সরবরাহব্যবস্থায় অস্থিরতা তৈরি করে।

নতুন চুক্তি অনুযায়ী আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদরের বাজারে আমেরিকান খাদ্য আমদানি-রপ্তানিকারী কোম্পানিগুলো অবাধ প্রবেশাধিকার পাবে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম যুক্তরাষ্ট্রে দ্রুত কমে আসবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ। সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করা হবে।”

মার্কিন প্রশাসনের সূত্র জানায়, এবার ব্রাজিলের সঙ্গে একটি নতুন আমদানি-সংক্রান্ত চুক্তি করার উদ্যোগ চলছে। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক ব্রাজিলের ওপর গত এপ্রিলে ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে সম্ভাব্য চুক্তি হলে সেই শুল্ক কমানো হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: এএফপি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×