যুক্তরাষ্ট্রের নির্বাচনে হামলার পরিকল্পনা: আফগান নাগরিকের ১৫ বছর জেল


যুক্তরাষ্ট্রের নির্বাচনে হামলার পরিকল্পনা: আফগান নাগরিকের ১৫ বছর জেল

যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন বড় ধরনের হামলার পরিকল্পনার দায়ে এক আফগান নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করে আদালত বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আব্দুল্লাহ হাজি জাদা (১৯)। গত এপ্রিলে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে তিনি আগ্নেয়াস্ত্র ও গুলি কেনার চেষ্টা করেছিলেন।

২০২৪ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে, ২০২৪ সালের অক্টোবরে, ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে জাদা ও তার সহযোগী নাসির আহমদ তৌহিদিকে (২৮) গ্রেপ্তার করা হয়। তৌহিদিও দোষ স্বীকার করেছেন, তবে তার রায় ঘোষণার তারিখ এখনও নির্ধারিত হয়নি।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিন তারা ‘বড় ধরনের প্রাণঘাতী হামলা’ চালানোর পরিকল্পনা করছিলেন। এ জন্য তারা দু’টি একে-৪৭ রাইফেল ও ৫০০ রাউন্ড গুলি কেনার চেষ্টা করেছিলেন। তবে যেই বিক্রেতার কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করা হয়, তিনি আসলে এফবিআই-এর ছদ্মবেশী এজেন্ট ছিলেন।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগ গুডওয়াটার বলেন, “আইএসের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সহিংস ষড়যন্ত্র করে জাদা ও তার সহযোগী দেশটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অথচ এই দেশই তাদের নিরাপত্তা ও আশ্রয় দিয়েছে।”

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সাজার মেয়াদ শেষ হওয়ার পর জাদা ও তৌহিদি আফগানিস্তানে ফিরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×