পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ


পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসদুপুইয়ের প্রচেষ্টাকে উচ্চ মূল্যায়ন করেছেন।

রাষ্ট্রদূত মাসদুপুই তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশে অবস্থানকালে তার সমৃদ্ধ অভিজ্ঞতা হয়েছে এবং তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তিনি বলেন, “নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা দুই দেশের সম্পর্ক আরও উন্নত ও গভীর করতে সাহায্য করবে।”

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশা প্রকাশ করেন, ফ্রান্স ২০২৯ সালের পরও ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা অর্জনে বাংলাদেশের পাশে থাকবে, কারণ দেশটি এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে বাজার প্রবেশাধিকার বজায় রাখা গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র উপদেষ্টা বিশেষভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, “রোহিঙ্গা ইস্যুতে বৈশ্বিক মনোযোগ হ্রাস পাচ্ছে। এই সংকটকে ফোকাসে রাখতে এবং জবাবদিহি ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে ফ্রান্সের মতো মূল অংশীদারদের টেকসই সম্পৃক্ততা অপরিহার্য।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×